ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন নজরুল ইসলাম ঋতু। যিনি ঋতু হিজড়া নামে পরিচিত। নৌকার প্রার্থী নজরুল ইসলাম ওরফে ছানার চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঋতু।
রোববার (২৮ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা মধুসুধন দত্ত জানান, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীকে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।
নির্বাচনে জয়ী নজরুল ইসলাম ঋতু জানান, নির্বাচনে তাকে নৌকার প্রার্থী ও তাঁর সমর্থকেরা বাধা দিয়েছেন। কিন্তু প্রশাসন কঠোর থাকায় সুষ্ঠু ভোট হয়েছে। তিনি বলেন, “এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছেন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করেন। আমি কখনো সক্রিয়ভাবে রাজনীতি করিনি। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি, এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রোববার কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে ভোট হয়। এসব ইউপিতে ভোটারের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২৫। উপজেলার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারণ সদস্যপদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































