পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ১০ ব্যক্তিকে পৃথকভাবে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌরাস্তা বাজারে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ ব্যক্তিকে বিভিন্ন অংকে ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও সোহাগ চন্দ্র সাহা।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া।