সুনামগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা রয়েছে।
রোববার (৪ জুলাই) সন্ধ্যায় ছাতক পৌর শহরের পেপারমিল এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়। সোমবার (৫ জুলাই) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
আব্দুস সালাম জেলার ছাতক উপজেলার বাঁশখলা গ্রামের আরব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছিল ডাকাত সর্দার আব্দুস সালাম ও তার বাহিনী। তাদের কারণে এলাকার মানুষ সারাক্ষণ চরম আতঙ্কে থাকতো।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন জানান, ডাকাত সর্দার সালামকে গ্রেপ্তারের পর উপজেলায় স্বস্তি ফিরে এসেছে।