• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬
তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৯:৪৫ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে তেলবাহী ট্যাংকারের ৪টি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, রোববার (২৯ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে।ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। এরপর নাটোরের উদ্দেশে যাত্রাকালে ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করতেই ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ সময় উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনছারবাড়ীয়া এবং সাবদালপুর স্টেশনে ৪টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর ১২টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান স্টেশন মাস্টার মোহাম্মদ আলী।

এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ কমিটির অন্যতম সদস্য পাকশী ডিভিশনের প্রধান পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ঘটনা খতিয়ে দেখা  হচ্ছে।

Link copied!