• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১০:৪০ এএম
ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রাতে দুইজন মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

Link copied!