• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৯:৫৩ পিএম
ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস রিলিজের মাধ্যমে জানায়, বর্তমান পেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদকব্যবসায়ীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকস অপারেশনাল দল সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বগুড়ার দুপচাঁচিয়া থানার খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. হারুন অর রশীদকে (৩৫) ৯০০ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে জয়পুরহাটের আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!