ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলার ৪ নম্বর চালিভাঙ্গার একটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রামপ্রসাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। টেঁটা-বল্লমের হামলায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরসহ পাঁচজন আহত হয়েছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু ১০ মিনিটের মাথায় উত্তেজনা দেখা দেয়।”
স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির বলেন, “নৌকার প্রার্থীর সন্ত্রাসীরা আমার ওপর হামলা করেছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, নির্বাচন যেন সুষ্ঠু হয়।”
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ১০টি টেঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুই ঘণ্টা পর সকাল ১০টায় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































