• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

জনসংহতির কমান্ডারকে গুলি করে হত্যা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০২:৫২ পিএম
জনসংহতির কমান্ডারকে গুলি করে হত্যা

রাঙামাটিতে আবিষ্কার চাকমা (৪০) নামের জনসংহতি সমিতির (জেএসএস) এক কমান্ডারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে সদর উপজেলার বন্দুকভাঙ্গার কিচিং আদম এলাকায় এ ঘটনা ঘটে।

আবিষ্কার চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আবিষ্কার চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র নেতা হিসেবে এলাকায় পরিচিত। সম্প্রতি তিনি রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্ব পালন করছিলেন। বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় তার অবস্থানের খবর জানতে পেরে প্রতিপক্ষ হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল দুর্গম এলাকায়। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছে। নিহতের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Link copied!