• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

ছেলের হাতে বাবা খুন


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২২, ১২:৩৯ পিএম
ছেলের হাতে বাবা খুন

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে আব্দুল কাদের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) সকালে পাঁচবিবি উপজেলা বরণ গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আব্দুল কাদের(৭০) পাঁচবিবি উপজেলা বরণ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান মাহমুদকে আটক করেছে পুলিশ।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায় সুলতান মাহমুদ খাটের পায়া দিয়ে আব্দুল খালেকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। ও সুলতান মাহমুদকে আটক করে।

এ ঘটনায় পাঁচবিবি  থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি পলাশ চন্দ্র দেব।

Link copied!