• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে  শ্রমিক খুন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১২:২৯ পিএম
ছিনতাইকারীর ছুরিকাঘাতে  শ্রমিক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুন্না (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের কাছে পোস্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুলের ছেলে। ফতুল্লার দাপা এলাকায় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় শাহজালাল স্পিনিং মিলে কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী মুন্নার সহকর্মী তারেক জানান, মিলে যাওয়ার পথে মুন্না তার পেছনে হাঁটছিল। এ সময় মাস্ক পরা তিন যুবক এসে প্রথমে তাকে পথরোধ করে মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে মুন্নাকে আটকায় তিন যুবক। তখন মুন্না টাকাপয়সা দিতে অস্বীকৃতি জানালে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এরপর মুন্নাকে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, মুন্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

Link copied!