• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

চুয়াডাঙ্গায় করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৮:০৩ পিএম
চুয়াডাঙ্গায় করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত একজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এদিন ২১৯ জন সুস্থ হয়েছেন। 

রোববার (২৫ জুলাই) সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ২০ জন, দামুড়হুদা উপজেলায় ১০ জন ও জীবননগর উপজেলায় ১১ জন। আক্রান্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ।

এ পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৬৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৬০৬ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত এ জেলায় মৃত্যুবরণ করেছেন  ১৬৭ জন। তবে বেসরকারি হিসাবে আরও বেশি।

চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন এক হাজার ৮৮৭ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে এক হাজার ৭৮৩ জন ও হাসপাতালে আছে ১০৪ জন। রোববার আরও ২৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
 

Link copied!