• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ১০:২৩ এএম
গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মফিজ (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মফিজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। 

নিহতরা হলেন মফিজের স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)। ঘটনার পর মফিজ পলাতক। 

নিহত রহিমার স্বজনরা জানান, কয়েক দিন ধরে রাতে কথা-কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Link copied!