• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

কাভার্ড ভ্যানের চাপায় কারারক্ষী নিহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ১০:০০ এএম
কাভার্ড ভ্যানের চাপায় কারারক্ষী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলখানার কারারক্ষী পদে চাকরি করতেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সিরাজগঞ্জ জেলখানা থেকে সোমবার ব্যক্তিগত কাজে শেরপুরের মহিপুর বাড়িতে এসেছিলেন। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে সিরাজগঞ্জের উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেন। পথে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রাশেদুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পরে কাভার্ড ভ্যানটির চাকা তার মাথা ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই রাশেদুল ইসলাম নিহত হন।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!