• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনায় খুলনার ৩ হাসপাতালে ১১ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৩০ এএম
করোনায় খুলনার ৩ হাসপাতালে ১১ জনের মৃত্যু

খুলনায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১১জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জন, খুলনা জেনারেল হাসপাতালে দুইজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন, যার মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়ালো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন, আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮ জন। হাসপাতালে সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৬৬ জন।

অন্যদিকে, খুলনার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরো ১০৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন আর এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

Link copied!