• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০১:০২ পিএম
বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনের মধ্যে বাল্যবিবাহের আয়োজন করলে তা বন্ধ করে দেন চৌহালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

শুক্রবার (৩০ জুলাই) রাতে সিরাজগঞ্জের বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরিয়া গ্রামে এ ঘটনায় ঘটে। কনের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, কনে দশম শ্রেণির ছাত্রী (১৪)।  তার বাড়ি রেহাইপুকুরিয়া গ্রামে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বলরামপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীর (২৫) সঙ্গে বিয়ের আয়োজন হয়। ভ্রাম্যমাণ আদালত তা বন্ধ করে দিয়েছেন। 

সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান জানান, কনের বাবা বাল্যবিবাহ করাবেন না বলে মুচলেকা দিয়েছেন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে তিনি লেখাপড়া করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

Link copied!