রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বানিবহ ইউনিয়নের নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি এ বছর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বানিবহ ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, “লতিফকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। নির্বাচনের কাজ শেষে বাড়ি ফিরেন। পরে কারা যেন তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। আমি তার বাড়িতে আছি। লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে।”
পুলিশ জানায়, গুলিবিদ্ধ লতিফকে স্থানীয়রা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন বলেন, “পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছেন। কী কারণে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, নির্বাচন ও ব্যবসা বাণিজ্যবিষয়ক দ্বন্দ্ব হতে পারে।”