বোনের বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৯:৩৯ পিএম
বোনের বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীর বেড়াদি পশ্চিমপাড়া গ্রাম থেকে ছুয়া (১০) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। 

ওই কিশোরী উপজেলার কুমড়াইল গ্রামের এনায়েত চৌধুরীর মেয়ে। এনায়েত চৌধুরীর চার মেয়ে এক ছেলের মধ্যে ছুয়া দ্বিতীয় সন্তান। সে আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসার ছাত্রী।

ওই কিশোরীর ফুফাতো ভাই বেড়াদী গ্রামের বাসিন্দা মো. মানছুর বলেন, ছুয়ার ভগ্নীপতি আরিফ শেখ সৌদি আরব থাকেন। ১০-১৫ দিন আগে ছুয়া তার বোনের বাড়ি বেড়াদী গ্রামে বেড়াতে আসে। হঠাৎ আজ বিকাল তিনটার দিকে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে নিজে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখা যায়।

উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, “ছুয়ার বোনের বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। আমি বিষয়টি জানার পর থানা পুলিশকে অবহিত করেছি।”

বোয়ালমারী থানার উপপরিদশর্ক (এসআই) উত্তম কুমার বলেন, লাশের প্রাথমিক ময়নাতদন্ত করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য যাবে কি-না ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!