• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

‘আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হই’


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৫:২৫ পিএম
‘আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হই’

‘আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হই’ এই স্লোগানে সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা বিষয়ে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আরডিএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এজেন্সিস অব বাংলাদেশের (এডাব) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। এদিন মোমিনুর রশীদ জঙ্গিবাদ প্রতিরোধে পরিবার ও সমাজে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এডাব জেলা কমিটির সভাপতি নুরু উদ্দিনের সভাপতিত্বে এবং সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর ইউএনও মেহনাজ  ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, এডাব পরিচালক জসিম উদ্দিন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, উন্নয়নকর্মীসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Link copied!