রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে সুরুজ শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৪ আগস্ট) দুপুরে নগরীর সাগরপাড়া বটতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ১ হাজার টাকা, একটি মোবাইল ফোন, স্টিলের বাটযুক্ত একটি ধারালো চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার সুরুজ শেখ নগরীর শেখরচক বিহারীবাগানের লালু শেখের ছেলে।
পুলিশ জানায়, সুরুজ দিনে অটোরিকশা চালালেও মূলত রাতে অটোরিকশা চালানোকে পুঁজি করে নগরীতে ঘুরতে বা চিকিৎসার নিতে আসা অপরিচিত লোকজনকে নির্জন স্থানে নিয়ে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ অর্থ, মোবাইল ফোন ছিনতাই করতেন।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েল এসব তথ্য নিশ্চিত করেন।
আরেফিন জুয়েল জানান, আরিফ নামের এক যাত্রী ১১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ছিনতাইকারী সুরুজ শেখের অটোরিকশায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে সাহেববাজারের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রাণীবাজারের পোরশা হার্ডওয়ারের সামনে পৌঁছালে রিকশা থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আরিফের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।
অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে ডিবি পুলিশের একটি দল সাগরপাড়া বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে সুরুজ শেখকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছিনতাইকারীর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।