রোববার (২০ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছে ভারত। এই সিরিজ জয়ের পাশাপাশি আরেকটি সুখবর পেল রোহিত শর্মার দলটি। ছয় বছর পর ভারত পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি দলের র্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়েছে।
ভারত ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে। এর আগে ১২ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ৩ মে, ২০১৬ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই ফরম্যাটে রাজত্ব করেছিল ভারত।
আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের আগে ভারতের শেষ পরাজয় ছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের পর বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর রোহিত শর্মা ভারত দলের হাল ধরেন। তার নেতৃত্বে ধারাবাহিক জয়ে আছে উপমহাদেশের অন্যতম দলটি।