• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৬ বছর পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১২:২৫ পিএম
৬ বছর পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

রোববার (২০ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছে ভারত। এই সিরিজ জয়ের পাশাপাশি আরেকটি সুখবর পেল রোহিত শর্মার দলটি। ছয় বছর পর ভারত পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি দলের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়েছে।

ভারত ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে। এর আগে ১২ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ৩ মে, ২০১৬ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই ফরম্যাটে রাজত্ব করেছিল ভারত।

আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের আগে ভারতের শেষ পরাজয় ছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের পর বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর রোহিত শর্মা ভারত দলের হাল ধরেন। তার নেতৃত্বে ধারাবাহিক জয়ে আছে উপমহাদেশের অন্যতম দলটি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!