দিন ছয়েক আগেও বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসকে নিয়ে ভারতের ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে বেশ উচ্ছ্বসিত প্রশংসা করেন। এক টুইট বার্তায় হার্শা লিটনকে অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করেছেন। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ১০২ রানের অনবদ্য ইনিংস উপহার দেওয়ার পর আবারও টুইটারে লিটনের প্রশংসায় পঞ্চমুখ হার্শা। এবার লিটন এই ধারাভাষ্যকারের টুইটের জবাব দিতে ভুল করেননি।
হ্যাগলি ওভালের সবুজ উইকেট বাংলাদেশকে স্বস্তি দেয়নি। বরং ইনিংস ও ১১৭ রানে হেরেছে মুমিনুলরা। স্রোতের বিপরীতে ছিলেন কেবল লিটন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে উইকেটে যেন খুঁটি হয়ে ছিলেন। সতীর্থদের হতাশাজনক পারফরম্যান্সের ভেতর দিয়েই আদায় করে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ম্যাচটিতে বাংলাদেশ হারলেও আলোচনার কেন্দ্রবিন্দু লিটন।
ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা তার টুইটবার্তায় লেখেন, “চমৎকার ইনিংস খেলেছেন লিটন দাস। এটা দারুণ অনুভূতি যখন প্রথম দেখাতেই আপনি মানসম্মত বলে উল্লেখ করেছেন এমন একজন এ রকম একটা ইনিংস খেলে।”
হার্শার টুইটের বিনয়ী উত্তর দিয়েছেন লিটন। তিনি লিখেছেন, “আপনাকে ধন্যবাদ স্যার। আমার জন্য প্রার্থনা করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি।”