• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সেরার দৌড়ে নেই মেসিদের কোচ স্কালোনি


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৩:২১ পিএম
সেরার দৌড়ে নেই মেসিদের কোচ স্কালোনি
লিওনেল স্কালোনি

গত বছর আর্জেন্টিনার সবচেয়ে বড় সাফল্য কোপা আমেরিকা জয়। লম্বা বিরতির পর দলটি আন্তর্জাতিক শিরোপার মুখ দেখেছে। দলের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি আর্জেন্টাইন এই কোচের।

গত নভেম্বরে ৭ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তালিকায় ছিলেন আর্জেন্টিনাকে কোপা জেতানো কোচ স্কালোনি। কিন্তু সর্বশেষ ঘোষিত তিন জনের তালিকা থেকে বাদ পড়েছেন তিনি।

ফিফার বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে সেরা তিনে আছেন ইতালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি, প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী ও ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলা পেপ গার্দিওলা ও চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো টমাস টুখেল। 

জুরিখে আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল এক ইভেন্টের মাধ্যমে ঘোষণা করা হবে এই পুরস্কার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!