বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ২৬তম ম্যাচে আজ মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স। টসে জিতে কুমিল্লা প্রথমে সিলেটকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সিলেটের সংগ্রহ ১৬৯ রান।
ইনিংসের শুরুটা দুর্দান্ত করে সিলেট। দুই ওপেনার কলিন ইনগ্রাম ও এনামুল হকের ব্যাটে দল দারুণ সূচনা করে। গত কাল ফরচুন বরিশালের বিপক্ষেও ওপেনার ইনগ্রামের ৯০ রানের বদৌলতে ম্যাচ প্রায় নিজেদের দখলে নিয়েছিল সিলেট। কিন্তু শেষ পর্যন্ত ১২ রানে হেরে যায় তারা।
এ ম্যাচেও ইনগ্রামের ব্যাট থেকে আসে ৬৩ বলে ৮৯ রান। দলীয় ১০৫ রানে এনামুলের উইকেটের পতন ঘটে। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৬ রান। দলের ১৩২ রানে আউট হন লেন্ডল সিমন্স (১৬)। দলের অধিনায়ক রবি বোপারা মাত্র ১ রান যোগ করে প্যাভিলিয়নের পথ ধরেন। ইনগ্রামকে বিদায় করে সিলেট দলের চার নম্বর উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। শেষ বলে আলাউদ্দিন বাবুর উইকেটও পান এই কাটার মাস্টার।
কুমিল্লার মোস্তাফিজুর রহমান তিনটি উইকেট লাভ করেন। সুনীল নারাইন ও তানভীর ইসলাম একটি করে উইকেট পান।