• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের পঞ্চাশে কুমিল্লাকে ১৫৬ রানের লক্ষ্য দিল বরিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০২:৩০ পিএম
সাকিবের পঞ্চাশে কুমিল্লাকে ১৫৬ রানের লক্ষ্য দিল বরিশাল
ছবি সংগৃহীত

ব্যাট হাতে নিজেকে যেন হারিয়েই ফেলেছিলেন সাকিব। বল হাতে নিজেকে প্রমাণ করে চললেও তার ব্যাট যেন হাসছিল না। অবশেষে ধারাবাহিক ফর্মে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার পঞ্চাশ রানের ইনিংসে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল ফরচুন বরিশাল। 

সোমবার চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বরিশাল। ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে কুমিল্লার বোলারদের উপর ব্যাটিং তান্ডব চালান তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। মুনিমের ঝড়ো ব্যাটিংয়ের সামনে রীতিমতো দর্শকই হয়ে রইলেন গেইল।

গেইল ঝড় তোলার আগেই বিদায় নেন স্পিনার তানভীর ইসলামের বলে। এরপর দ্রুত বিদায় নেন নাজমুল ইসলাম শান্তও। তারা ফিরে গেলেও ইনিংস সূচনা করতে নামা মুনিম ৪ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে করেছেন ২৫ বলে ৪৬ রান। আর ছন্দে ফেরা সাকিবের ব্যাট থেকে এসেছে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫০ রানের ইনিংস। 

বরিশালের সংগ্রহ আরও বড় হতে পারতো, যদি না মিডল অর্ডারে নামা তৌহিদ হৃদয় ৩১ রান তুলতেই খরচ করতে ফেলতেন ৩৭টি বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় বরিশাল। 

কুমিল্লার পক্ষে তানভীর ২ টি আর মোস্তাফিজ, মঈন আলী ও করিম জানাত নেন ১টি করে উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!