• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রুটের পর আইপিএলকে না বললেন স্টোকস!


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০২:২২ পিএম
রুটের পর আইপিএলকে না বললেন স্টোকস!

অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের অ্যাশেজে পরাজয়ের পরে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। এর আগে আরেক ইংলিশ ক্রিকেটার জো রুটেরও একই সিদ্ধান্ত ছিল। এই অলরাউন্ডার টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষ চারটি মৌসুমে খেলেছেন।

চোটের কারণে গত বছরের খেলার বেশির ভাগ অংশ মিস করার পরে স্টোকসকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে নতুন নিলামে তাকে নিয়ে দলগুলোর কাড়াকাড়ি হবে সহজেই অনুমেয়।
 
তবে কোভিড-১৯-এর ভয়ংকর পরিস্থিতির আন্তর্জাতিক সময়সূচির মধ্যে এবং সাম্প্রতিক অ্যাশেজ অভিযানের আগে আঙুলের আঘাত এবং তার মানসিক স্বাস্থ্যের জন্য চার মাসের বিরতিতে ছিলেন এই ইংলিশ তারকা। এ থেকেও অনুমান করা যায়, ৩০ বছর বয়সী স্টোকস ২০২২ সালের আইপিএলের জন্য তার নাম নিবন্ধন করবেন না।

রুট হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টে ১৪৬ রানের পরাজয়ের পরে আইপিএলে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। যদিও তিনি ২০১৮ সালে অবিক্রীত ছিলেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!