• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাক্সওয়েলের তাণ্ডবে বিগ ব্যাশে নতুন রেকর্ড


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৯:০১ পিএম
ম্যাক্সওয়েলের তাণ্ডবে বিগ ব্যাশে নতুন রেকর্ড

বিগ ব্যাশের রেকর্ড বই তোলপাড় করে ফেলেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মেলবোর্নে স্বাগতিক হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্যাটিং তান্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার শীর্ষ অলরাউন্ডার।

ম্যচের শুরুতে হোবার্টের অধিনায়ক ম্যাথু ওয়েড ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ম্যাক্সওয়েলদের। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন অজি তারকা। মাত্র ৪১ বলে ম্যাক্সওয়েল তার শতক পূর্ণ করেন, যা বিগ ব্যাশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

শতকের পরই থেমে যাননি। ১৫০ রান পূর্ণ করতে আর মাত্র ২১ বল মোকাবিলা করেন তিনি। শেষ পর্যন্ত ৬৪ বলে ১৫৪ রান করে অপরাজিত থাকেন মেলবোর্ন অধিনায়ক।

২২টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংসটি। বিগ ব্যাশের ইতিহাসে এটাই প্রথম দেড়শ রানের ব্যক্তিগত ইনিংস।

মার্কাস স্টয়নিস অবশ্য ম্যাক্সওয়েলের চেয়েও বেশি ছয় হাঁকিয়েছেন। ৪টি চার ও ৬টি ছয়ে তার ইনিংস থামে ৩১ বলে ৭৫ রানে। শেষ পর্যন্ত তিনিও অপরাজিত থাকেন।

দুই ব্যাটারের তাণ্ডবে মেলবোর্নের স্কোরবোর্ডে জড়ো হয় ২৭৩ রান। এই প্রথম বিগ ব্যাশে কোনো দলীয় সংগ্রহ ২৫০ পার হলো।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট  হারিয়ে ১৬৭ রানে থামে হোবার্ট হারিকেন্সের ইনিংস। ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় মেলবোর্ন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!