• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুমিনুলদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৫:৫৫ পিএম
মুমিনুলদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়া ক্রিকেটারদের। এসব ক্রিকেটাররা হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, আইডেন মার্করাম এবং রাসি ভ্যান ডের ডুসেন। 

নিয়মিত একাদশের খেলোয়াড়রা না থাকায় স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৪ ক্রিকেটার। তারা হলেন- পেসার ড্যারিন ডুপাভিলন ও লিজাড উইলিয়ামস, উইকেটরক্ষক ব্যাটার রিয়ান রিকেলটন এবং ব্যাটার খায়া জন্দো। 

এদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে রিকেলটন ডাক পেয়েছেন টাইগারদের বিপক্ষে সিরিজে। এছাড়া জন্ডো, যিনি তার দেশের হয়ে ছয়টি ওডিআই খেলেছেন, তিনি এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ওয়েস্টার্ন প্রদেশের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সর্বোচ্চ ২০৩ রান করেন। যার কারণে দলে সুযোগ পেয়েছেণ তিনি। 

আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে পোর্ট এলিজাবেথে আগামী ৮ এপ্রিল।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল আরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, ডুয়াইন অলিভিয়ের, কিগান পিটারসেন, রিয়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেনটন স্টারম্যান, কাইল ভেরেইন্নে, লিজাড উইলিয়ামস ও খায়া জন্দো

খেলা বিভাগের আরো খবর

Link copied!