আফ্রিকান নেশন্স কাপের শিরোপা কাঙ্ক্ষিত ছিল ফাইনালিস্ট দুই দলের কাছেই। মিসরের ১২ বছরের শিরোপা খরা, অন্যদিকে সেনেগাল একবারও এফএ কাপের শিরোপা ঘরে তুলতে পারেনি। অবশেষে নাটকীয় জয়ে শিরোপা নিজেদের করে নিতে পেরেছে সেনেগাল। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে প্রথম শিরোপার উচ্ছ্বাসে ভাসে সাদিও মানেরা।
ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রোববার রাতে মাঠে নামে সেনেগাল ও মিসর। ২০১০ সালে সালে শেষ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল মিশর। তারা রেকর্ড সাতবার শিরোপার স্বাদ পায়। ২০১৭ সালের আসরে ফাইনালে উঠলেও শিরোপা পেতে ব্যর্থ হয় মিসর।
অন্যদিকে শিরোপার স্বাদ অধরাই ছিল সেনেগালের। ২০০২ ও ২০১৯ আসরের রানার্সআপ সেনেগাল তৃতীয় চেষ্টায় নিজেদের ঘরে তুলতে পারল ট্রফি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে একে অন্যকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যায়। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যেতে পারত সেনেগাল। তবে মানের জোরালো গতির শট রুখে দেন মিসরের গোলরক্ষক আবু গাবাল।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিট গড়ালেও কেউই দলকে এগিয়ে নিতে পারেননি। অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে সেনেগালের কাছে পরাস্ত হতে হয় মিসরকে। ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় সেনেগাল।