• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাদ্রিদ কিংবদন্তি গেন্টো না ফেরার দেশে


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১০:২৫ এএম
মাদ্রিদ কিংবদন্তি গেন্টো না ফেরার দেশে

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ দুঃখজনক বিষয়টি নিশ্চিত করেছে যে তাদের সাবেক ক্লাব কিংবদন্তি পাকো গেন্টো স্প্যানিশ রাজধানীতে ৮৮ বছর বয়সে মারা গেছেন।

গেন্টো মাদ্রিদে খেলোয়াড় হিসেবে ১৮টি মৌসুম কাটিয়েছেন। তাকে ২০১৬ সালে অনারারি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খলিত খেলোয়াড় হিসেবে রয়ে গেছেন। তার ক্যারিয়ারে ২৩টি ট্রফি জিতেছেন।

গেন্টো ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি ছয়টি ইউরোপীয় কাপ জিতেছেন।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সভাপতি এবং আমাদের ক্লাব এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি ফ্রান্সিসকো গেন্তোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷ রিয়াল মাদ্রিদ তার প্রতি সমবেদনা জানাচ্ছে এবং তার স্ত্রী মারি লুজ, তার সন্তান ফ্রান্সিসকো এবং জুলিও, তার নাতনি আইতানা এবং ক্যান্ডেলা এবং তার সমস্ত আত্মীয়, সতীর্থ এবং প্রিয়জনদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি জানাচ্ছে।"

গুয়ার্নিজো ক্যান্টাব্রিয়াতে জন্ম নেন গেন্টো। রেসিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৫৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বাম উইঙ্গার হিসেবে তিনি বিবেচিত। মাদ্রিদের হয়ে ৬০০টি ম্যাচে উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে খেলা থেকে অবসর নেওয়ার আগে ১৮২টি গোল করেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!