আইভরি কোস্ট তাদের প্রথম পছন্দের গোলরক্ষক সিলভাইন গবোহাওকে আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে পাচ্ছে না। মাদক গ্রহণের দায়ে নিষিদ্ধ হয়েছেন এই ফুটবলার। ফিফা কর্তৃক মাদক নিষেধাজ্ঞা দেওয়ার পর আইভোরিয়ান ফুটবল ফেডারেশন এই খেলোয়াড়ের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গবোহাও ইথিওপিয়াতে একটি ক্লাবে ফুটবল খেলেন। ট্রাইমেটাজিডিনের জন্য পজিটিভ পরীক্ষার পর ফিফা তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। অবশ্য এটি টুর্নামেন্টের প্রাক্কালে ইথিওপিয়ান ফুটবল ফেডারেশন দ্বারা করা হয়েছিল।
তবে আইভোরিয়ানরা তাকে যেভাবেই হোক কাপ অফ নেশনসের জন্য তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল। তারা একটি ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছিল যাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
আইভরি কোস্টের কোচ প্যাট্রিস বিউমেলে বলেন, "গত বছরের শুরুর দিকে আমরা সিলভাইনকে চোখের পরীক্ষা করতে বলেছিলাম, যেমনটি গোলরক্ষকরা প্রায়ই করে থাকে। তিনি আবিদজানে এটি করেছিলেন। যে ডাক্তার তাকে পরীক্ষা করেছিলেন তিনি ওষুধ লিখেছিলেন। সিলভাইন মার্চ মাসে ওষুধটি নিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তিনি বন্ধ করে দিয়েছেন।"
কিন্তু ফিফা কোনো ব্যাখ্যা শুনতেই নারাজ। ফিফা কমিটির পক্ষ থেকে আইভরিকে স্থগিতাদেশ নিশ্চিত করার বিষয়ে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিক আপিল করার জন্য ২০ দিনের সময় দেওয়া হয়েছে।