• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতীয় যুবাদের মানসিক দৃঢ়তায় অবাক লক্ষ্মণ


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৫:১৭ পিএম
ভারতীয় যুবাদের মানসিক দৃঢ়তায় অবাক লক্ষ্মণ

সর্বাধিক পাঁচবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। শনিবার (৫ ফেব্রুয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করেছে তারা।

সিনিয়র তো বটেই, সাবেক ক্রিকেটাররাও প্রশংসায় ভাসাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। তবে ছেলেদের এই কষ্টার্জিত মধুর ফল কাছ থেকেই দেখেছেন বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ। তিনি জুনিয়র দলের মানসিক শক্তি ও সহনশীলতায় অবাক হয়েছেন। 

সাবেক ক্রিকেটার লক্ষ্মণ যুব বিশ্বকাপের আসরে দলের সঙ্গেই ছিলেন। ভারতের শিরোপা জয়ের পর তিনি বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভালোই ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর কী হয়েছে, সবাই দেখেছে। করোনা আক্রান্ত হওয়ার পরেও ছেলেরা যেভাবে লড়াই করেছে, জয়ের মানসিকতা রেখেছে, তা প্রশংসার যোগ্য। ওদের পরিশ্রমের কারণেই চূড়ান্ত সফলতা এসেছে।"

ছেলেদের পাশাপাশি বিসিসিআই ও নির্বাচকদেরও প্রশংসা করেছেন লক্ষ্মণ। করোনার বাধার মধ্যেও জুনিয়র দলটির প্রতি বোর্ড বিশেষ নজর রেখেছিল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!