• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভলিবলে মালদ্বীপের বিপক্ষে টানা জয়ে সিরিজ বাংলাদেশের


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১০:০৬ এএম
ভলিবলে মালদ্বীপের বিপক্ষে টানা জয়ে সিরিজ বাংলাদেশের

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে স্বাগতিক দেশকে হারিয়ে ভলিবলে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এই জয়ের মাধ্যমে সিরিজের টানা দুই ম্যাচই জিতে নিয়েছে বাংলাদেশ। শুক্রবারের ম্যাচ তারা জিতে নিয়েছে ৩-০ সেটে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে বাংলাদেশ জাতীয় ভলিবল দল।

প্রথম ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ৷ ওই ম্যাচ মালদ্বীপ জিতে নেয় ৩-১ সেটে। পরের দুই ম্যাচ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের করে নেয় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে তাদের দখলে।

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা দেখে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সবকয়টি সেটই বাংলাদেশ জিতে নেয়। প্রথম সেট ২৫-১৮ ব্যবধানে, দ্বিতীয় সেট ২৫-২১ ও তৃতীয় সেট ১৮-১২ ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

খেলা বিভাগের আরো খবর

Link copied!