• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

বেনজেমার নাটকীয় হ্যাটট্রিকে পিএসজির স্বপ্নভঙ্গ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৪:৩৯ এএম
বেনজেমার নাটকীয় হ্যাটট্রিকে পিএসজির স্বপ্নভঙ্গ
ছবি সংগৃহীত

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের হ্যাটট্রিকের সঙ্গে দলকে অসাধারণ এক জয় উপহার দিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। ম্যাচে মাত্র ২০ মিনিটের মধ্যেই তার তিন গোলে চ্যাম্পিয়নস লিগে পিএসজির অধরা স্বপ্নে বিদায় ঘন্টা বাজিয়ে ছাড়ল স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার (৯ মার্চ) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মেসি, নেইমার-এমবাপ্পেদের ৩-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ১৩ বারের ইউরোপ সেরা দলটি।

রিয়ালের পিএসজি জয় সহজ ছিলনা মোটেও। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের ওপর চাপ বাড়ায় পিএসজি। এদিন আক্রমণভাগ থেকে নামিয়ে মাঝমাঠের গুরু দায়িত্বটা মেসির উপর দিয়েছিলেন পিএসজি কোচ পচেত্তিনো। যার ফল শুরুতেই পায় সফরকারীরা। 

 

ম্যাচের ১২ মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট দুবার ঠেকিয়ে দেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। ম্যাচের ৩০ মিনিটের আগেই বল রিয়ালের জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।

তবে সেই আক্ষেপ মেটাতে বেশি সময় নেয়নি এমবাপ্পে। ম্যাচের ৩৯ মিনিটে নেইমারের লম্বা পাস থেকে আক্রমণে গিয়ে পিএসজিকে লিড এনে দেন ফ্রান্সের হয়ে গত বিশ্বকাপ জয়ী এই তারকা। 

ম্যাচের প্রথমার্ধে পরিসংখ্যানে রিয়ালের চেয়ে যোজনে যোজনে এগিয়ে ছিল পিএসজি। ধারণা করা হচ্ছিল পিএসজির কোয়ার্টার ফাইনালের টিকিট এক প্রকার নিশ্চিত। দ্বিতীয়ার্ধের শুরুতেও তার প্রমাণ দিয়েছিল পিএসজি৷ কিন্তু অফসাইডের কারণে  ম্যাচে দ্বিতীয়বারের মতো এমবাপ্পের গোল বাতিল হয়ে গেলে খানিকটা হতাশই হন পিএসজি সমর্থকরা।

 

মূলত এর খানিক পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় রিয়াল। এদিন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বেনজেমা একাই ম্যাচের গতিপথ বদলে দেন। ৬১ মিনিটে ডি বক্সে পিএসজি গোলকিপার জিয়ানলুইজি ডনারুমার ভুলে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র৷ সেখানে পিএসজি কাপ্তান মারকিনিয়োস তার গতি মার্ক করতে পারেনি। ফলে ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করতে ভুল করেননি বেনজেমা। 

এক গোলেই যেন রিয়ালের খেলার চিত্র পাল্টে যায়। পিছিয়ে থাকা মাদ্রিদ গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৭৬ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে আবারও বল পেয়ে যান বেনজেমা। সেই সুযোগ মিস করেননি তিনি, করেন ম্যাচে তার দ্বিতীয় গোল। এই গোলের পরই খেলায় মাঝ মাঠের নিয়ন্ত্রণ হারায় পিএসজি। আগের গোলের মিনিট দুয়েক যেতে না যেতেই কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন রিয়াল অধিনায়ক।

এদিন ৩৪ বছর ৮০ দিনে সবচেয়ে বেশি বয়সী হিসেবে নিজের হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন বেনজেমা। এই জয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা নিশ্চিত করল। আর মেসি এমবাপে নেইমারদের নিয়ে গড়া গ্যালাকটিকোদের লিগ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!