• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

বেটউইনারের চুক্তি বাতিল, বিসিবিকে সাকিবের চিঠি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৭:২৪ পিএম
বেটউইনারের চুক্তি বাতিল, বিসিবিকে সাকিবের চিঠি

কয়েক সপ্তাহের নাটকীয়তার পর অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিকেলে বিসিবি সভাপতি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনের পরই সাকিব আল হাসানের সেই চিঠি পেয়েছে বিসিবি।

সাকিবের চিঠি পাওয়ার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।”

এছাড়াও সাকিব বেটউইনার নিউজ নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের প্রতি তাঁর আনুগত্যের কথা জানিয়ে জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দেবেন বলেও কথা দিয়েছেন নাজমুল হাসান পাপনকে।

বিকেলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেটউইনারের চুক্তি বাতিল না করলে দলে জায়গা হবে না সাকিবের। ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পাপন আরও বলেন, সাকিবের কারণে আজ এশিয়া কাপের জন্য বাংলাদেশ একাদশের নাম ঘোষণা করবে না বিবিসি। এ কারণে দল ঘোষণার তারিখ এক দিন পেছানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

Link copied!