• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
ক্রাইস্টচার্চ টেস্ট

বাংলাদেশের উইকেট খরায় কিউইদের রানের বন্যা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ১০:৩৪ এএম
বাংলাদেশের উইকেট খরায় কিউইদের রানের বন্যা

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আগেই অনুমেয় ছিল এই সবুজ মাঠে স্বাগতিকদের বিপক্ষে ভুগতে হবে টাইগারদের। মাঠে তেমনটারই প্রতিফলন দেখা যাচ্ছে। দিনের মাত্র ১২ ওভার বাকি আছে তাতেই কিউইরা স্কোরবোর্ডে জমা করেছে ২৯২ রান।

টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ। দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়াংয়ে ভর করে প্রায় দেড়শো রান তোলে ব্ল্যাক ক্যাপসরা। ইয়াং আউট হয়ে গেলেও ল্যাথাম পার করে ফেলেছেন ১৫০ রান।

দিনের একমাত্র উইকেট পান শরিফুল ইসলাম। ইয়াং ফিরে গেলে ক্রিজে আসেন ডেভোন কনওয়ে। তিনিও পূর্ণ করে ফেলেছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। অপরাজিত আছেন ৬৭* রানে। তিনি খেলেছেন ১১০ বল। ল্যাথাম ২৩৭ বলে ১৬৬* রানে অপরাজিত আছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!