• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশ দলের মার্চ উইন্ডোর স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৪:৩৭ পিএম
বাংলাদেশ দলের মার্চ উইন্ডোর স্কোয়াড ঘোষণা
ছবি সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলের আসন্ন মার্চ উইন্ডোর জন্য ২৩ জনের দল ঘোষণা করেছে জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে এটি তার ঘোষিত প্রথম দল। বাংলাদেশ দল আগামী ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশে রওনা হবে। সেদেশের রাজুধানী মালেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ শিবিরের যোদ্ধারা। পরের দিন দেশে ফিরে সিলেটে যাবে দল। সেখানে ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবেন জামাল ভুঁইয়ারা।

এই দুই ম্যাচকে সামনে রেখে ১৮ মার্চ হোটেল রেডিসনে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে। ম্যানেজার ইকবাল হোসেনের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। ওই দিন যাদের ম্যাচ থাকবে তারা রাতে রিপোর্ট করবেন। ১৯-২১ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দল অনুশীলন করবে। 
 
এদিকে ২৩ জনের দলে বসুন্ধরা কিংসের ১১ জন, ঢাকা আবাহনীর ৫ জন, সাইফ স্পোর্টিংয়ের ৩ জন, শেখ জামাল, শেখ রাসেল, মোহামেডান ও পুলিশের একজন করে ডাক পেয়েছেন। 

নতুন কোচের প্রথম দল সম্পর্কে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘‘কোচ হ্যাভিয়ের লিগের খেলা দেখে দল চূড়ান্ত করেছে। তার দলটি ভালোই হয়েছে। আমরা আসন্ন প্রীতি ম্যাচে ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’’ 

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল 
 
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।  

ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, নাসিরুল ইসলাম নাসির ও রায়হান
হাসান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, মোহাম্মদ ইব্রাহীম, রাকিব হোসেন, জুয়েল রানা, বিপলু আহমেদ ও মেরাজ হোসেন।  

ফরোয়ার্ড: সুমন রেজা, নবীব নেওয়াজ জীবন ও জাফর ইকবাল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!