বার্সেলোনা আজ মঙ্গলবার (১৬ মার্চ) ঘোষণা করেছে, ক্লাবের বিখ্যাত ক্যাম্প ন্যু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হবে। আগামী মৌসুমের শুরুতেই পরিবর্তিত নাম ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’ নামে ডাকা হবে স্টেডিয়ামটিকে।
সুইডিশ জায়ান্ট স্পটিফাইয়ের সাথে বার্সার চুক্তির বিষয়টি কয়েকমাস ধরেই আলোচিত হচ্ছিল। তবে বার্সার পক্ষ থেকে অফিসিয়ালি কিছুই বলা হয়নি। স্পটিফাইয়ের সাথে চুক্তির ফলে তারা ক্লাবটির প্রধান অংশীদার এবং অফিসিয়াল অডিও স্ট্রিমিং পার্টনার।
স্পন্সরশিপের অংশ হিসেবে স্পটিফাইয়ের লোগো পরের চারটি মৌসুমে বার্সার পুরুষ ও মহিলা দলের জার্সিগুলোতে থাকবে। এমনকি স্পটিফাই পরের তিন মৌসুমে ক্লাবের অনুশীলনের জার্সিরও স্পন্সর।
স্পটিফাইকে বার্সার স্টেডিয়ামের নামের সাথে যুক্ত করা ক্লাবটির একটি বড় পদক্ষেপ। অবশ্য স্পটিফাইয়ের সাথে চুক্তিবদ্ধ হওয়ার মূল কারণ আর্থিক। গত বছর ক্লাবের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দিতে হয় অর্থনৈতিক কারণেই। ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা দাবি করেছেন, এই চুক্তি ক্লাবটিকে ভক্তদের কাছাকাছি নিয়ে আসবে।