গত বছরের মার্চে তৃতীয় সন্তানের বাবা হন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বাংলাদেশের মাটিতে নয়, যুক্তরাষ্ট্রে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।
আর সন্তান জন্মের পর সেখানেই পরিবার নিয়ে অবস্থান করছিলেন তিনি। প্রায় একবছর পর ছেলেকে সঙ্গে করে দেশে ফিরেছেন সাকিবের স্ত্রী।
২০১২ সালে সাকিব-শিশির দম্পতি বিয়ে করেন। ২০১৫ সালের নভেম্বরে তাদের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়।
এরপর আসে পরিবারের আরেক সদস্য ইররাম হাসান। ২০২০ সালের ২৪ এপ্রিল তার জন্ম।
দ্বিতীয় মেয়ে জন্মের এক বছরের কম সময়ের মধ্যেই প্রকাশ্যে আসে তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব। ছেলের নাম আইজাহ আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে উম্মে শিশির দেশে আসার খবর ভক্তদের জানিয়েছেন। নেটিজেনরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।