• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন সাকিব?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৬:১৮ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন সাকিব?
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয় সাকিব আল হাসান আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচের পর এক প্রেস ব্রিফিংয়ে পাপন জানিয়েছেন যে, ম্যাচের পর সাকিবের সঙ্গে তারা কথা বলেছেন এবং বিষয়টি মীমাংসা করেছেন।

পাপন আরও বলেন, "সাকিব আমাদের চিঠি দিয়েছিলেন যে, তিনি টেস্ট থেকে ছয় মাসের বিরতি চান। যখন আমরা তাকে জিজ্ঞাসা করি, তিনি বলেছিলেন যে তিনি আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট মিস করবেন। আমি তাকে জানিয়েছিলাম যে, তাকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে। এতে সে রাজি হয়েছে। এখন যেহেতু সে আইপিএলে যাচ্ছে না, দক্ষিণ আফ্রিকায় তার টেস্ট সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না।"

তিনি বলেন, "সে (সাকিব) কখনোই বলেনি যে, সে খেলবে না। সে শুধু আইপিএলের কথা বলেছে, তাই এটা নিয়ে কথা বলার কোনো মানে নেই।"

তিনি আরও যোগ করেন, "যে কোনো খেলোয়াড় যেকোনো ফরম্যাটে খেলতে অস্বীকার করতে পারে। এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তাদের আমাকে জানাতে হবে। আইপিএলের কারণে সে আমাকে বলেছে। এখন যেহেতু আইপিএলে অংশগ্রহণ করা হচ্ছে না, আমি অন্য কোনো বিকল্প দেখছি না।”

এর কয়েক ঘন্টা আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন যে, সাকিব টেস্ট ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতির সাথে বসবেন। সাকিব এর আগে বিসিবিকে চিঠি দিয়েছিলেন যে, তিনি আগামী ছয় মাস টেস্ট ক্রিকেটে নিয়মিত হবেন না। তবে দুই সপ্তাহ আগে আইপিএল নিলামে এই অলরাউন্ডার অবিক্রিত হওয়ার পরে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!