• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তিন কোটি টাকা পাচ্ছেন তামিম-তাসকিনরা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১২:৩৩ পিএম
তিন কোটি টাকা পাচ্ছেন তামিম-তাসকিনরা

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই ২-১ ব্যবধানে সিরিজে হারিয়ে যারপরনাই আনন্দিত ক্রিকেটাররা। তাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করল বিসিবির ঘোষিত পুরস্কার। বোর্ডের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, প্রোটিয়াদের বধ করার জন্য ৩ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচের পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, সিরিজ জয়ের খুশিতে ক্রিকেটারদের দেওয়া হবে ৩ কোটি টাকা।

জালাল ইউনুস বলেন, “আমি সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। দলের সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত। এই আনন্দের মধ্যে ক্রিকেটাররা তাৎক্ষণিক একটা ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!