• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

তামিমের শতকে সিলেটের বিপক্ষে ঢাকার ৯ উইকেটে জয়


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ১০:৪০ এএম
তামিমের শতকে সিলেটের বিপক্ষে ঢাকার ৯ উইকেটে জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের দশম ম্যাচে আজ মাঠে নেমেছিল সিলেট সানরাইজারর্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। সিলেটের বিপক্ষে ঢাকার ৯ উইকেটের বিশাল জয়।

টসে জয়লাভ করে সিলেটকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৭৫ রান। বিপিএলের এবারের আসরে প্রথম শতকের দেখা পান লেন্ডল সিমন্স। তার ৬৫ বলে ১১৬ রানে ভর করে বেশ ভালো সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। তিনি ১৬ বলে ১৮ রান করেন।

ঢাকার পক্ষে মাশরাফি বিন মুর্তজা, আন্দ্রে রাসেল, এবাদত হোসেন ও কুয়াইশ আহমেদ একটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ হোসেন সিলেটের বোলারদের প্রতি মারমুখী হয়ে খেলতে থাকেন। তামিমের ব্যাট থেকে আসে ঝোড়ো শতক। মাত্র ৬৪ বলে ১১১ রান করেন বাংলাদেশের সেরা ওপেনার। তার ইনিংস সাজানো ১৭টি চার ও চারটি ছয়ে। শেহজাদও পান অর্ধশতকের দেখা। তিনি ৩৯ বলে ৫৩ রান করেন।

সিলেট ঢাকার একটি উইকেটেরও দেখা পাচ্ছিল না। একসময় মনে হচ্ছিল ১০ উইকেটের ব্যবধানেই হারতে যাচ্ছে সিলেট। তবে শেষ মুহূর্তে দলীয় ১৭৩ রানে আলাউদ্দিন বাবুর বলে আউট হন শেহজাদ। ততক্ষণে ঢাকা জয়ের উদযাপন করা শুরু করে দিয়েছে।

১৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা উঠে এলো চার নম্বরে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!