চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে এই দুই দলের খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মুশফিকের খুলনা। আজকের ম্যাচে জয় পেলে প্লে অফে খেলা নিশ্চিত করবে তারা। ৭ ম্যাচ শেষে ৪ জয় ও ৩ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে খুলনা। আর মিনিস্টার ঢাকার পয়েন্ট ৭। এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের জন্যই।
খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম, আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, সৌম্য সরকার, সিকান্দার রাজা, জাকের আলী, খালেদ আহমেদ, নাবিল সামাদ ও রুয়েল মিয়া।
মিনিস্টার ঢাকা একাদশ : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, জহরুল ইসলাম, শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, ইমরানুজ্জামান, শামসুর রহমান, কায়েস আহমেদ, আহমাতুল্লাহ ও ফাজল হক।