• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ হামজা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৪:৫০ পিএম
ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নিষিদ্ধ হামজা

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জুবায়ের হামজাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)। শুক্রবার (২৪ মার্চ) ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় আইসিসি তার বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৭ জানুয়ারি হামজার ডোপ পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। নিষিদ্ধ ওষুধ ফুরোসেমাইড গ্রহণের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “প্রোটিয়া ব্যাটার জুবায়ের হামজাকে ডোপিংয়ের নিয়ম ভাঙার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্ব পর্যন্ত তিনি নিষিদ্ধই থাকবেন।”

আইসিসি আরও জানিয়েছে, হামজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার আগে এ বিষয়ে আর কোনো বক্তব্য দেওয়া হবে না।

২৬ বছর বয়সী জুবায়ের তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তার আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৯ সালে, পাকিস্তানের বিপক্ষে। গত বছর তিনি দক্ষিণ আফ্রিকার এ দলের হয়ে ভারত এ দলের বিপক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনি এ পর্যন্ত  ৭৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩টি শতক ও ২৬টি অর্ধশতক করেছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!