আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশের দলের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত নিউজিল্যান্ড সিরিজে টেস্টে না থাকলেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট দলে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী সিরিজে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
সূচি অনুযায়ী, ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে দিয়ে দিয়ে মাঠে নামবে দুদল। দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গে ২০ মার্চ ও ২২ মার্চ তৃতীয় ম্যাচ হবে সেঞ্চুরিয়নে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ডারবানে। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট পোর্ট এলিজাবেথে শুরু হবে ৮ এপ্রিল।
একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড:
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।