• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৮:০০ পিএম
জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরা

আজ শনিবার জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ নির্বাচিত হয়েছেন স্পেনের হাভিয়ের কাবরেরা। এই স্প্যানিশ কোচ বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নিতে পারেন এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। অবশেষে গুঞ্জন সত্যি প্রমাণ হলো।

৩৭ বছর বয়সী কাবরেরা এই প্রথম কোনো জাতীয় দলের কোচ হলেন। এর আগে আল আলাভেস একাডেমির দায়িত্বে ছিলেন উয়েফা 'প্রো' লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচ। এটি স্প্যানিশ লা লিগার ক্লাব।

আজ শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাবরেরাকে ১১ মাসের জন্য জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের কথা জানানো হয়। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, "আগামী ডিসেম্বর পর্যন্ত হাভিয়ের দলের দায়িত্ব পালন করবেন। জেমির (পূর্বের কোচ) বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশা করছি।"

উল্লেখ্য গত বছরের ২২ সেপ্টেম্বর হঠাৎ করেই চুক্তিবদ্ধ কোচ জেমি ডেকে ‘ছুটি’ দেয় বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!