বিপিএলে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। চট্টগ্রামকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে সাকিব আল হাসানের বরিশাল।
টসে জিতে বরিশাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ২ রানেই ওপেনার মুনিম শাহরিয়ার বিদায় নেন। ক্রিস গেইল নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে ভালো সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান। গেইল ২৫ ও শান্ত ২৮ রানে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে। তিনি ৩১ বলে ৫০ রান করেন। ১৯.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করে ১৪৯ রান।
চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরী চারটি, শরিফুল ইসলাম দুইটি উইকেট পান।
১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রামেরও শুরুটা খারাপ হয়। শূন্য রানে আউট হন ওপেনার উইল জ্যাকস। তবে আফিফ হোসেনের ৩৯ ও শামিম হোসেনের ২৯ রানে দলটা আশা জাগায়। দলীয় ৭০ রানে আফিফ ফিরে গেলে ছয় রান পরই শামিম ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজ ১৩ বলে ২৬ রান করে আশা দেখালেও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি। ১৯.৪ ওভারে চট্টগ্রামের ইনিংস থামে ১৩৫ রানে। ফলে বরিশাল ম্যাচ জিতে নেয় ১৪ রানে।
বরিশালের সাকিব আল হাসান ও মুজিব-উর-রহমান তিনটি করে উইকেট পান। ডোয়াইন ব্রাভো ও মেহেদী হাসান রানা দুইটি করে উইকেট নেন।
৫০ রান ও ৩ উইকেট নিয়ে বরিশালের সাকিব ম্যাচসেরা হন। গত কালও খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।