ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আমন্ত্রণ জানিয়েছিল গ্রানাডাকে। তবে নিজেদের মাঠে স্বস্তিতে থাকেনি স্প্যানিশ ক্লাবটি। অপেক্ষাকৃত দুর্বল গ্রানাডার বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাদ্রিদ জায়ান্টদের।
রিয়াল মাদ্রিদ মূল একাদশের পাঁচ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল। সেই দুর্বলতাকে পুঁজি করে গ্রানাডাও চেয়েছিল শীর্ষ দলের বিপক্ষে জয়। যদিও গ্রানাডার প্রচেষ্টা সফল হয়নি, তবে মাদ্রিদের দলটিকে জয় পেতে বেশ ভুগতে হয়েছে।
ম্যাচের শুরু থেকেই রিয়ালের ওপর চড়াও হয়ে খেলতে থাকে গ্রানাডা। প্রথমার্ধে গোলের দারুণ একটা সুযোগও তৈরি করে তারা। তবে তাদের সফল হতে দেননি রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। প্রথমার্ধে দুই দলই কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও কেউই গোলের দেখা পায়নি।
আক্রমণ পালটা আক্রমণের ম্যাচে রিয়াল কাঙ্ক্ষিত সাফল্য পায় ম্যাচের ৭৪ মিনিটে। মার্কো অ্যাসেন্সিওর দূরপাল্লার দুর্দান্ত এক গোলে ১-০ গোলের ব্যবধান বাড়ায় রিয়াল। ম্যাচে বাকি সময় আর কোনো গোল না হলে ১-০ গোলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।