• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রাইস্টচার্চেও সম্ভাবনা দেখছেন সাকিব


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০১:০৬ পিএম
ক্রাইস্টচার্চেও সম্ভাবনা দেখছেন সাকিব

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক দলের বিপক্ষে ঐতিহাসিক ৮ উইকেটের জয়ে দলের সঙ্গে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল  হাসান। তাতে কি? দলের জয়ে কম উচ্ছ্বসিত নন এই তারকা। মঙ্গানুইয়ের পাশাপাশি ক্রাইস্টচার্চেও সম্ভাবনা দেখছেন দলের সেরা এই খেলোয়াড়।

রোববার (৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। যদিও ক্রাইস্টচার্চের পরিচিত সবুজ উইকেটে আরও ভয়ংকর হয়ে উঠবে স্বাগতিকরা। তবে এখানেও বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সাকিব। তা ছাড়া তাকে ছাড়া দলের জয় পাওয়াতেই সন্তুষ্ট সাকিব।

সাকিব বলেন, “সবুজ উইকেট হলেও আমাদের জন্য সুবিধা থাকবে। আমাদের বোলাররা ভালো বল করেছে। তা ছাড়া আগের টেস্ট জেতার পর স্বাভাবিকভাবেই আমাদের সবাই অনেক আত্মবিশ্বাসী থাকবে।”

দলের সেরা খেলোয়াড় আরও বলেন, “আমি মনে করি না আমার উপস্থিতি (নিউজিল্যান্ডে) গুরুত্বপূর্ণ ছিল। আমি আসলেই খুশি যে তারা আমাকে ছাড়াই এটা করে দেখিয়েছে। সিনিয়রদের ছাড়াও যে দল ভালো করবে, তার প্রমাণ দিয়েছে। তরুণদের দায়িত্ব দেওয়া হলে তারা আরও ভালো খেলবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!