• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লাকে আরও শক্তিশালী করতে ঢাকায় মঈন আলি


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৬:১৩ পিএম
কুমিল্লাকে আরও শক্তিশালী করতে ঢাকায় মঈন আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেশ শক্তিশালী। চার ম্যাচে খেলে মাত্র এক ম্যাচ হেরেছে তারা।

ফরচুন বরিশালের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল তারা। শক্তিশালী এই দলটির ভিত আরও সুদৃঢ় করতে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

প্রিমিয়ার লিগে এটি মঈনের দ্বিতীয় আগমন। তিনি এর আগে ২০১৩ সালে খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে।

এই অলরাউন্ডার এখন পর্যন্ত বিপিএলে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন এবং চারটি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৪৬ রান। মিরপুরে সিলেট রয়্যালসের বিপক্ষে তার বিপিএল সেরা স্কোর ছিল ২৪।

মঈন এখন পর্যন্ত মোট ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন।

ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ ৩ ফেব্রুয়ারি, মিরপুরে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!