কলকাতা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সচেতনতামূলক বিভিন্ন মিমস পোস্ট করে। এবার তারা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ছবি ব্যবহার করে করোনার সচেতনতায় একটি পোস্ট করেছে। তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশি সমর্থকদের।
নিউজিল্যান্ডের বে ওভালে দুই টেস্টের প্রথম টেস্টে মুমিনুল এবং কিউই পেসার কাইল জেমিসন পাশাপাশি দাঁড়িয়েছিলেন। ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসনের পাশে ৫ ফিট ৩ ইঞ্চি উচ্চতার মুমিনুলকে স্বাভাবিকভাবেই খর্বকায় লাগছিল। এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আলোচিত ছবি নিয়ে মিম তৈরি করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশ এই ছবিকে করোনা সতর্কতার কাজে ব্যবহার করেছে। ছবিতে জেমিসনকে বলা হয়েছে ‘করোনার তৃতীয় ঢেউ’ এবং মুমিনুলকে দিয়ে ‘মাস্ক ছাড়া রাস্তায়’ বের হওয়া জনগণ বোঝানো হয়েছে।
সচেতনতার জন্য মিমটি পোস্ট করা হলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রয়াও সৃষ্টি হয়েছে। মন্তব্যকারীদের অনেকেই মনে করছেন এতে মুমিনুলকে অপমান করা হয়েছে। কেউ আবার এই ছবিকে 'বডি শেমিং' হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি ছবিটি সরিয়ে ফেলারও অনুরোধ করেন।